সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গায়েবানা জানাজা ও কফিন মিছিল ঘিরে বুধবারও দেশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।