দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ–সংঘর্ষ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গায়েবানা জানাজা ও কফিন মিছিল ঘিরে বুধবারও দেশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।

শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ
ছবি: সাইয়ান
পঞ্চগড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর নামে নামকরণ করা হয়েছে সেখানকার একটি চত্বর
কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গায়েবানা জানাজা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত হয়
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। এতে ছাত্রীরাও অংশ নেন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন
ময়মনসিংহে খাটিয়া নিয়ে প্রতীকী কফিনমিছিল বের করেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে গায়েবানা জানাজা শেষে মিছিল বের করেন আন্দোলনকারীরা
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলনার শিববাড়ি মোড়ে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়
কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাইবান্ধা শহরে মিছিল বের করেন আন্দোলনকারীরা
খুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন
মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন
বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা
চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ