কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থী প্রবেশ করতে গেলে তাতে বাধা দেয় ছাত্রলীগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পুরো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন, আশরাফুল আলম ও দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা।
লাঠিসোঁটা ও রাম দা নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগের কর্মীরা।
কয়েকজন মিলে লাঠি দিয়ে একজনকে মারছেন।
ছাত্র, ছাত্রী—কেউই রেহাই পাননি হামলা থেকে।
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একজনকে মারতে মারতে শুইয়ে ফেলে হামলাকারীরা।
ভিসি ভবন এলাকায় লাঠি দিয়ে বেপরোয়াভাবে মারছে আন্দোলনে যুক্ত ছাত্রীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উপাচার্যের বাড়ির সামনে এক আন্দোলনকারীকে মারধর।
লাঠিসোঁটা ও দা দিয়ে আঘাত করা হয় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর।
হামলাকারীরা রড ও লাঠি নিয়ে চড়াও হয় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর।
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের মারছেন ছাত্রলীগের কর্মীরা।
হামলার হাত থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও।
ফুটপাতে পড়ে আছে অনেক শিক্ষার্থীর জুতা। এমনকি আহত অনেকের রক্তও পড়ে থাকতে দেখা যায়।
হামলার এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।