উত্তরাঞ্চলে সবজির অন্যতম পাইকারি বাজার বগুড়ার শিবগঞ্জের মহাস্থান। স্থানীয় চাষিদের সবজি যেমন এখানে আসে, তেমনি আসে দেশের অন্য এলাকার সবজিও। বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া। কৃষকেরা বলছেন, অতিখরায় যেমন সবজির চারা নষ্ট হয়েছে, আবার অতিবৃষ্টিতেও কয়েক দফা চাষও বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে দামে। আজ বুধবার সকালে মহাস্থান হাটের চিত্র তুলে ধরেছেন আলোকচিত্রী সোয়েল রানা।