খুলনায় চারুকলা স্কুলের প্রদর্শনী

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আয়োজনে শিল্পী শশীভূষণ পাল আর্ট গ্যালারিতে পাঁচ দিনব্যাপী সপ্তম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ২৪০ জন শিক্ষার্থীর ৩ শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আজ বৃহস্পতিবার শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

শিল্পী শশীভূষণ পাল আর্ট গ্যালারির ফটক
 শিল্পী শশীভূষণ পাল আর্ট গ্যালারির ফটক
শিক্ষার্থীদের বানানো ভাস্কর্য ও আঁকা ছবি রয়েছে গ্যালারিতে
দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম।
মুগ্ধ দর্শক
দর্শনার্থীর ভিড়
নানা ধরনের ভাস্কর্য ও চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে
গ্যালারিতে আসছেন দর্শনার্থীরা
মন দিয়ে ছবি দেখছেন একজন
খ্যাপাটে ষাঁড়ের ভাস্কর্য দেখছেন একজন
সিরামিকের ভাস্কর্যও রয়েছে এই প্রদর্শনীতে।