চট্টগ্রাম নগরবাসীর জীবনে অন্যতম বিরক্তির নাম শব্দদূষণ। মূলত গাড়ির হর্ন এই দূষণের জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তর ২০১৭ সালে আটটি বিভাগীয় শহরে শব্দের মাত্রা পরিমাপবিষয়ক এক জরিপ প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়, চট্টগ্রামে ৯৫ ভাগ শব্দদূষণের মূল উৎস গাড়ির হর্ন। নগরে শব্দদূষণ বেড়েই চলেছে। সম্প্রতি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।
সড়ক পার হওয়ার সময় গাড়ির হর্নের শব্দ সহ্য করতে না পেরে হাত দিয়ে কান ঢেকে রেখেছে শিশুটি।গাড়ির হর্নের শব্দ নিতে না পেরে কানে হাত দিয়ে সড়ক পার হচ্ছে দুই শিক্ষার্থী।অভিভাবকের সঙ্গে সড়ক পার হওয়ার সময় কানে হাত এক শিক্ষার্থীর। শব্দদূষণে অতিষ্ঠ এক শিশুশিক্ষার্থী দুই হাত দিয়ে কান চেপে রেখেছে। যানজটে গাড়ির হর্নে অতিষ্ঠ শিক্ষার্থীরা শব্দদূষণ রোধে সড়কের পাশে সতর্কতামূলক সাইনবোর্ড।শব্দদূষণের আরেক উৎস জনপরিসরে মাইকের ব্যবহার।