ভ্রমণপিপাসুদের কাছে এখন শাপলার রাজ্য নামে পরিচিত ডিবির হাওর। সবুজ পাহাড়ের কোলে ফুটে থাকা অজস্র লাল শাপলার সৌন্দর্যের টানে শীতে এখানে পর্যটকেরা ছুটে আসেন। নৌকায় ঘুরে বেড়ান তাঁরা। ছবিগুলো আজ রোববার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তোলা।
শাপলার বিলে নৌকায় ছবি তুলতে পছন্দ করেন অনেকেসবুজ পাহাড়ের কোলে শাপলার গালিচা ভোর থেকে এখানে ঘুরতে আসে মানুষ ডিবির হাওর শাপলা বিলে ভ্রমণপিপাসুদের নৌকাকুয়াশামাখা সকালে পাহাড়ের কোলে শাপলা বিলে চলছে নৌকাপাখির কিচিরমিচিরে মুগ্ধ পর্যটকেরা শাপলা বিলে চলছে ছবি তোলাচারদিকে ফুল। মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা সকালে এমনভাবে ফুটে থাকে শাপলা শাপলা বিলে বেড়াচ্ছে শিশুটি শাপলা বিলে উড়ছে পাখিটি শাপলা ফুলের রঙের সঙ্গে মিলিয়ে শাড়ি পরেছেন কেউ কেউ।হেমন্তের শুরু থেকে শীত পর্যন্ত প্রতিদিন এমন ভিড় লেগে থাকে শাপলা বিলে পরিবার নিয়ে অনেকে এসেছেন শাপলা বিলে।