ইলিশ কেনাবেচা

বরিশালের বিভিন্ন জায়গায় ইলিশের মোকাম গড়ে উঠেছে। এসব মোকাম থেকে ঢাকা, রাজশাহী, রাজবাড়ী, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গায় ইলিশ পাঠানো হয়।

বরিশাল পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে চলছে ইলিশসহ নানা মাছের কেনাবেচা।
বরিশাল পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে চলছে ইলিশসহ নানা মাছের কেনাবেচা।
ইলিশের দাম হাঁকছেন এক পাইকার।
বিভিন্ন জায়গায় ইলিশ পাঠানোর জন্য বাক্সে ভরা হচ্ছে।
ককশিটের বাক্সে সাজিয়ে রাখা হয়েছে থরে থরে ইলিশ।
ইলিশ সংরক্ষণের জন্য সাজিতে বরফ তুলছেন একজন শ্রমিক।
দেশের বিভিন্ন জায়গায় ইলিশ নিয়ে যেতে মৎস্য অবতরণ কেন্দ্রের বাইরে অপেক্ষারত ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি।
ককশিটের বাক্সে ইলিশ সাজিয়ে রাখছেন এক খুচরা বিক্রেতা।
বড় আকারের ইলিশ দেখাচ্ছেন একজন বিক্রেতা।
ক্রেতার জন্য বিভিন্ন আকারের ইলিশের পসরা নিয়ে বসেছেন বিক্রেতা।