হেমন্তের বিকেলে ফুটবল খেলা

হেমন্তের ধুলামাখা গ্রামের মাঠ। সময় পেলেই সেখানে খেলায় মেতে ওঠে শিশু–কিশোরের দল। কুয়াশামোড়া সকাল কিংবা মিঠে রোদ মাখা বিকেল—গ্রামের মাঠে হরহামেশাই দেখা যায় তাদের ফুটবল খেলার দৃশ্য। খেলতে খেলতে কখন যে বিকেল গড়িয়ে সূর্য পাটে নামে খেয়াল থাকে না তাদের। হেমন্তের পড়ন্ত বিকেলে সিলেটের বাউয়ারকান্দি হাওরপার থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।

হেমন্তের হলুদ রঙা বিকেলে ফুটবল খেলছে শিশু-কিশোরের দল।
হেমন্তের হলুদ রঙা বিকেলে ফুটবল খেলছে শিশু-কিশোরের দল।
ফুটবলের সঙ্গে উড়ছে ধুলা।
বলের পেছনে ছুটছে শিশু–কিশোরেরা।
ফুটবল নিয়ে এগিয়ে যাচ্ছে এক শিশু।
এবার তিনজনে লড়াই।
বল পায়ে আটকানোর প্রস্তুতি এক শিশুর।
বল দখলে দুজনের লড়াই।
সূর্য বিদায় নিচ্ছে, তবুও থামছে না খেলা।
হেড দেওয়ার চেষ্টা এক শিশুর।  
গোলরক্ষকের বল ধরার চেষ্টা।