শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ নেমে যাওয়ার পাশাপাশি দেশের বেশির ভাগ এলাকা কুয়াশায় ঢাকা পড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই অঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কিছু ছবি দিয়ে ছবির গল্প।

কনকনে শীতের সকালে জমিতে কাজ করছেন চাষি। চন্দনপাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
ঠান্ডা বাতাসের দাপট থেকে বাঁচতে নাক, কান, গলা ও মুখে মাফলার জড়িয়ে কাজে বের হয়েছেন কর্মজীবীরা। হিমায়েতপুর, পাবনা
কুয়াশায় জড়ানো সকালে হাঁসের দল নিয়ে বিরান জমিতে যাচ্ছেন এই খামারি। অযোধ্যাপুর, রংপুর
জনজীবনের পাশাপাশি তীব্র শীতে প্রাণিকুলেরও কাহিল অবস্থা। ঠান্ডার কবল থেকে আরাম দিতে ছাগলের গায়ে গরম কাপড় পরিয়ে মাঠে ঘাস খাওয়াতে এসেছে এই কিশোর। দক্ষিণ অযোধ্যাপুর, রংপুর
ঘন কুয়াশায় শর্ষেখেতের আল দিয়ে পথ চলছেন এই শিক্ষার্থী। বড়বাড়ি, রংপুর
জেঁকে বসা শীতে কাজের খোঁজে ছুটছে দিনমজুরের দল। দর্শনা, রংপুর
গতকাল নতুন পাঠ্যবই পেয়ে সকালে বিদ্যালয়ে এসেছে দুই সহপাঠী বন্ধু। কুয়াশায় জড়ানো সকালে নতুন বই দেখছে মনের আনন্দে। জিলা স্কুল চত্বর, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
ঠান্ডা থেকে রেহাই দিতে গরুর গায়ে পাটের ছালা পরিয়ে দিচ্ছেন এক নারী। বেলবাড়ী, দিনাজপুর
কুয়াশায় ঢাকা শীতের সকালে গরম কাপড় পরে ভুট্টাখেতে কাজ করছেন দুই কৃষক। জন্তিবাড়ী, বগুড়া।
নীলফামারীতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শীত মোকাবিলায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন কয়েজন। তবে শীতে আগুন পোহাতে সাবধানতা অবলম্বন করতে হবে। ইটাখোলা, নীলফামারী
তীব্র শীত উপেক্ষা করে সন্তানকে কোলে নিয়ে জমিতে কাজে ছুটছেন এক নারী। শেখপাড়া, রংপুর
কয়েক দিন ধরেই উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় গরম কাপড় মুড়িয়ে দেওয়া হয়েছে ছাগল ও ছানাদের। হিমায়েতপুর, পাবনা