রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম এখন আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। এই আম ঘিরে চাষি ও মৌসুমি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশেও রপ্তানি করা হয় এই আম। প্রতিবছর এই আম ঘিরে কয়েক শ কোটি টাকার বাণিজ্য হয়। প্রতি মণ আম বিক্রি হচ্ছে আকারভেদে ২ হাজার থেকে ২৬০০ টাকা। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার রংপুর শহর ও মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকা থেকে তোলা।
গাছে উঠে হাঁড়িভাঙা আম পাড়ছেন এই ব্যক্তিবিশেষ কৌশলে গাছ থেকে আম পাড়া হচ্ছেবিক্রির জন্য ক্যারেটে করে আম সাজিয়ে রাখা হচ্ছেআম নিয়ে বাড়ি ফিরছেন দুই নারীসাইকেলে করে আম বিক্রি করতে এসেছেন এই ব্যক্তিরংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বসেছে হাঁড়িভাঙা আমের অস্থায়ী বাজারট্রাকে আসা খালি ক্যারেট নামাচ্ছেন শ্রমিকেরাবিক্রির জন্য ক্যারেটে সাজিয়ে রাখা হয়েছে আমগাছ থেকে আম পেড়ে হাটে নেওয়া হচ্ছেক্যারেটে ভরে দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরাচলছে ক্যারেটে আম ভরার কাজ