কালবৈশাখীতে গাছ উপড়ে পড়েছে সড়কে। বাড়িঘরের ওপর গাছের ডালপালা ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙেছে কোথাও কোথাও। ঘরের টিনের চাল উড়ে গেছে অনেক দূরে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। রোববার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী নিয়ে ছবির গল্প।
বাগেরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘরের টিনের চাল উড়ে গিয়ে পড়েছে পানিতেবাগেরহাটে কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা ঘরঝড়ে ভোলায় অন্তত ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছেঝড়ে তছনছ হয়েছে ঘরবাড়ি। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর এলাকায়কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে টিনের চাল। এক অংশ উঠে গেছে বিদ্যুতের খুঁটির মাথায়। বাগেরহাট শহরের পুরাতন কোর্ট এলাকায়ঝড়ে ভেঙে পড়েছে বসতঘর। ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটেঝড়ে বাড়িঘরের টিনের চাল ভেঙে পড়ে আছে। ভোলার লালমোহনেনোয়াখালীর হাতিয়ায় কালবৈশাখীতে বিধ্বস্ত সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসার টিনশেড ঘরপিরোজপুরে কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর। রোববার সকালে পিরোজপুর পৌরসভার পালপাড়া মহল্লায়কালবৈশাখীতে সড়কে থাকা অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়েছে। গতকাল সকালে পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা সড়কেঝড়ে শিকড়সহ গাছ উপড়ে পড়েছে ভবনের ওপর। রোববার সকালে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় এলাকায়পিরোজপুরে কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে ছিঁড়েছে বিদ্যুতের তার। রোববার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়