ডুমুরিয়ার মৃৎশিল্পের কারিগরেরা

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে ৩০ বছর আগে ৫০ থেকে ৬০টি পরিবার মৃৎশিল্পের কাজ করত। তবে নতুন প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ কমে গেছে। তা ছাড়া মাটির জিনিসের ব্যবহার কমে যাওয়ায় শিল্পে ভাটা পড়েছে। এখন গ্রামটির ৭ থেকে ১০টি পাল পরিবারের সদস্যরা মাটির জিনিসপত্র তৈরির কাজ করেন। পালপাড়ার সেসব মানুষের কাজ করার ছবি নিয়ে এই ছবির গল্প তৈরি করা হয়েছে।

ফুলের টব তৈরিতে মনোযোগী একজন নারী।
ফুলের টব তৈরিতে মনোযোগী একজন নারী।
মাটির কলসের ওপরের ভাগ তৈরি করা হচ্ছে।
দইয়ের পাত্র একপাশ শুকিয়ে যাওয়ার পর অন্যপাশ শুকাতে উল্টে দেওয়া হচ্ছে।
ফুলের টব রাখার জন্য পাত্র তৈরি করা হচ্ছে।
ঘরের ভেতর মাটির কলসের উপরিভাগের সঙ্গে তলানি যুক্ত করছেন একজন।
রোদে কলস শুকাতে দেওয়া হচ্ছে।
কলসগুলো রোদে শুকানোর পর পোড়ানো হবে।
মাটির তৈরি তৈজসপত্র বিক্রির জন্য গুছিয়ে রাখা হচ্ছে।