পূজার মেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের পাশে বসেছে মেলা। সেখানে রংবেরঙের খেলনা ও বাহারি তৈজসপত্রের পসরা বসিয়েছেন বিক্রেতারা। নজরকাড়া এসব পণ্য কিনতে মেলার দোকানগুলোয় ভিড় করছেন সবাই। শুক্রবার বিকেলে বগুড়া শহরের মালতিনগর বারোয়ারি দুর্গামন্দিরের মেলার ছবি নিয়ে এই গল্প।

পূজার মেলায় বাহারি পণ্য সাজিয়ে বসেছেন পাল সম্প্রদায়ের লোকজন। সেখান থেকে পছন্দের জিনিসটি কিনে নিচ্ছেন সবাই।
পূজার মেলায় বাহারি পণ্য সাজিয়ে বসেছেন পাল সম্প্রদায়ের লোকজন। সেখান থেকে পছন্দের জিনিসটি কিনে নিচ্ছেন সবাই।
বাহারি ফুলদানি ও খেলনার পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক বিক্রেতা।
মেলায় মাটির পাত্র ও খেলনার চাহিদা রয়েছে।
মামার সঙ্গে মেলায় এসেছে এক শিশু। কেনার আগে বাঁশি বাজিয়ে দেখছে সে।
বিক্রির জন্য আনা মাটির তৈরি তৈজসপত্র। বেচা-বিক্রিও হচ্ছে বেশ।
বিক্রির জন্য মাটির তৈরি খেলনা সাজাচ্ছে এক শিশু।
মেলায় তোলা হয়েছে কাঠ ও প্লাস্টিকের খেলনাও।
মাটির তৈরি হাতি, বাঘ, টিয়াসহ নানা ধরনের পুতুল সাজিয়েছেন বিক্রেতারা।