শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের পাশে বসেছে মেলা। সেখানে রংবেরঙের খেলনা ও বাহারি তৈজসপত্রের পসরা বসিয়েছেন বিক্রেতারা। নজরকাড়া এসব পণ্য কিনতে মেলার দোকানগুলোয় ভিড় করছেন সবাই। শুক্রবার বিকেলে বগুড়া শহরের মালতিনগর বারোয়ারি দুর্গামন্দিরের মেলার ছবি নিয়ে এই গল্প।