লোকসানি টানেলে অতিথিশালা বিলাস

চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে। সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে। আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। অতিথিশালায় কী আছে দেখে নিন ছবিতে

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় নির্মিত অতিথিশালা
চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় নির্মিত অতিথিশালা
অতিথিশালার অভ্যর্থনা কক্ষ
সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে এমন নানা ফোয়ারা
অতিথিশালা থেকে দেখা যায় সমুদ্র
প্রতিটি রেস্টহাউস দেখতে এমন
সারিবদ্ধ ভাবে গড়ে তোলা অতিথিশালার রেস্টহাউস
এখানে রয়েছে বিশাল আকারের কনভেনশন হল
অতিথিশালাতে প্রবেশের সড়ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার কক্ষের পাশের চিত্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার কক্ষের ভেতরে ডাইনিং টেবিল
সুইমিং পুল
রেস্টহাউস ছাড়াও রয়েছে এমন ছোট ছোট বিভিন্ন ভবন
অতিথিশালার প্রবেশ গেট