রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। গরম থেকে স্বস্তি পেতে বেশির ভাগ রাজধানীবাসীকে দেখা যাচ্ছে হালকা রঙের পোশাক পরতে। সুতি ও নরম পোশাক বেশি পরতে দেখা যাচ্ছে নগরবাসীকে। ছবিগুলো রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে তোলা।
সাবিনা ইয়াসমিনঢাকা
ফুলের মোটিফের হালকা রঙের আরামদায়ক পোশাক পরে ধানমন্ডি লেকে ছবি তোলায় ব্যস্ত দুই বন্ধু।
বিজ্ঞাপন
মেট্রোরেল স্টেশনে দুই তরুণীর পরনেও আরামদায়ক পোশাক।
বিজ্ঞাপন
এই গরমে আরাম দেয় হালকা রঙের শাড়ি। শাড়ির রংটা উজ্জ্বল। তবে গরমের জন্য এখন সুতি শাড়িই বেশি পরছেন নগরবাসী। হালকা রঙের পোশাক পরতে দেখা যায় বেশির ভাগ নগরবাসীকে। গরমে সাদা পোশাক আরাম দেয়। পেশাগত কাজ শেষে সাদা অ্যাপ্রোনেই চলাচল করছেন তাঁরা। গরমে স্বস্তি পেতে হালকা গোলাপি রঙের শার্ট পরেছেন এই তরুণ। তরুণদের বেশির ভাগও সুতি কাপড়ের পোশাক পরছেন। হালকা হলুদ রঙের পাঞ্জাবি পরে চলেছেন এক যুবক। তীব্র রোদে কিছুটা স্বস্তি দেয় সাদা রঙের পোশাক।