ডিমকে বলা হয় আমিষের সহজলভ্য উৎস। কিন্তু ডিমের বাজার ক্রমশ অস্থির হয়ে উঠেছে। খুচরা বাজারে প্রতি হালি ডিম ৫২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহখানেক আগেও তা হালিপ্রতি ৩৮ টাকা ছিল। পাবনার ডিমের বাজারে সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে এই আয়োজন
ডিম কিনে বাড়ি ফিরছেন একজন ক্রেতা
বিজ্ঞাপন
খুচরা বাজারে প্রতি হালি ডিমের দাম ৫২ টাকায় উঠেছে।
বিজ্ঞাপন
সড়কের পাশে বিক্রির জন্য ডিম সাজিয়ে রাখছেন একজন।গাড়ির পেছনে থরে থরে সাজানো হচ্ছে ডিমের খাঁচা। ভালোভাবে বাঁধার পর খাঁচাভরা এসব ডিম চলে যাবে আশপাশের জেলায়।ডিম ভালো নাকি পচা—তা সূর্যের আলোয় পরীক্ষা করছেন একজন।খামার থেকে বিক্রির জন্য ভ্যানে ডিম তোলা হচ্ছেভ্যানে তোলার আগে এক দফা বাছাই করা হয় ডিমখামার থেকে ডিম নেওয়া হচ্ছে আড়তে।