তিন যুগ ধরে পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) হিসেবে কাজ করছেন রহিমা খাতুন। আগে যাঁদের পরামর্শ দিতেন, এখন তাঁদেরই সন্তানসন্ততিদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ছাড়াও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক পরামর্শও দেন তিনি। পরিবার পরিকল্পনা, নারীর প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা নিয়ে পরামর্শ দেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি ভরসার জায়গা, সবার প্রিয় ‘ডাক্তার আপা’। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানুষেরা তাঁকে ওই নামেই ডাকেন। এটিই তাঁর কর্ম এলাকা। সরকারি চাকরির বাঁধাধরা সময়ের বাইরেও ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন। অনেক সময় প্রসূতিরা তাঁর বাড়ি এসে বসে থাকেন। তখন তাঁদের নিয়ে ছুটতে হয় স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য বিষয়ে নিবিড় পরামর্শ ছাড়াও দরিদ্র-অসহায় নারীদের বিপদে-আপদে এগিয়ে যান। প্রায়ই নিজে খরচাপাতি দিয়ে তাঁদের চিকিৎসা করান, ওষুধপথ্য কিনে দেন।