কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আজ বুধবার ঢাকা, চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। দিনভর নানা ভোগান্তিতে কাটে যাত্রীদের।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে যানজট। আজ ১০ জুলাইকোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করলে দুর্ভোগে পড়েন ওই পথের সাধারণ মানুষযানবাহন না থাকায় অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। এ সময় শিশুকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়কোটা সংস্কার আন্দোলনের ফলে মেট্রোরেলে যাত্রীদের ব্যাপক চাপ বেড়েছে। টিকিট কেনার মেশিনে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনেআন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রাজধানীর ফার্মগেট এলাকায় এক্সপ্রেসওয়েতে যানজটঅবরোধে যানজটে আটকে পড়া যানবাহন সরিয়ে নিচ্ছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়েআন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানজটে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম নগরসড়ক অবরোধের কারণে বিপাকে চালক ও যাত্রীরা। এ সময় সিএনজিতে অসুস্থ হয়ে পড়ে আয়েশা আক্তার নামে এক শিশু। চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে। ছবি: জুয়েল শীলআন্দোলনকারী চট্টগ্রাম নগরের একটি মোড়ে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়রেললাইন অবরোধের কারণে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষাসরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের দেওয়ানহাট রেললাইনে