পানিবন্দী লাখো মানুষ, দুর্ভোগ চরমে

দেশে বন্যায় আক্রান্ত বিভিন্ন জেলায় চরম দুর্ভোগে রয়েছেন মানুষ। অনেক জেলায় মহাসড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ফলে উদ্ধারকারী ও ত্রাণ সরবরাহকারী গাড়ি চলাচল করতে পারছে না। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছেন ফেনীর বাসিন্দারা। জেলাটির ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী—এই ছয় উপজেলা বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এসব এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্তত এক লাখ মানুষ পানিবন্দী। ফেনীর অনেক জায়গায় নেই বিদ্যুৎ ও মুঠোফোনের নেটওয়ার্ক। খাবার ও পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার তোলা ছবিতে উঠে এসেছে চলমান বন্যার চিত্র।  

কলাগাছের ভেলায় করে পরিবারের শিশুদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
আশ্রয়কেন্দ্রে দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানির বোতল।
বাগদাদিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিত হাজারো মানুষ।
গলাসমান পানি। এরই মধ্যে ভেলায় করে নেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি ও বিভিন্ন ধরনের পানীয়।
পশ্চিম আকদাদিয়া সন্নুয়া ইসলামি মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন আশপাশের মানুষ।
টিউবে ভেসে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা।
ভেলায় করে বৃদ্ধ ও শিশুদের নেওয়া হচ্ছে নিরাপদে।
দুই দিন ধরে গাড়ি চলাচল বন্ধ। মহাসড়কে বসে আছেন চালক ও যাত্রীরা।
খামারে পানি ঢোকায় মারা গেছে অনেক মুরগি। বেঁচে থাকা মুরগির বাচ্চাগুলো মহাসড়কের পাশে উঁচু জায়গায় রাখা হয়েছে।
কুমিল্লা থেকে হেঁটে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছেন অনেক মানুষ।
বন্যার পানি ভেঙে অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদে যাত্রা।