বানের পানিতে মাছ শিকার

ভারী বর্ষণে পুকুর তলিয়ে গেছে। পুকুর থেকে বের হয়ে গেছে চাষের মাছ। সে মাছ ধরতে গ্রামের মানুষেরা দল বেঁধে তউরা জাল (খেওয়া) ফেলে মাছ শিকারে নেমেছেন। মাছও মিলছে বেশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা, খাদাশ ও পোয়ালগাছা গ্রাম ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৪ ঘণ্টায় ১৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ পানিতে ভেসে যাওয়া মাছ শিকারের আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষেরা।

ভারী বর্ষণে গ্রামীণ সড়ক ডুবে স্রোত বইছে। সেখানে দল বেঁধে মাছ শিকারে নেমেছেন গ্রামের মানুষেরা।
ভারী বর্ষণে গ্রামীণ সড়ক ডুবে স্রোত বইছে। সেখানে দল বেঁধে মাছ শিকারে নেমেছেন গ্রামের মানুষেরা।
জাল উঠেছে তেলাপিয়া মাছ। আনন্দে মেতেছেন শিকারি।
রুই, মৃগেল ও তেলাপিয়া উঠছে জালে।
সড়কজুড়েই মাছশিকারিদের মিলনমেলা।
জাল তুলে দেখেন বড় তেলাপিয়া মাছ।
ধরা মাছ ব্যাগ তুলে রাখা হয়েছে।
রাস্তাজুড়ে অনেক শৌখিন মৎস্যশিকারি জাল ফেলতে তৈরি হচ্ছেন।
বানের জলে জাল ফেলছেন একের পর এক।
মাছ শিকারের জন্য জাল ফেলছেন এক ব্যক্তি।
মাছ ধরার জন্য দল বেঁধে জাল ফেলছেন শৌখিন মৎস্যশিকারিরা।
জালে ওঠা মাছ ঝেড়ে নিচ্ছেন এক মাছশিকারি।
মাছ শিকার যেন উৎসবে পরিণত হয়েছে বগুড়ার পোয়ালগাছা গ্রামে।