পানির নিচে বান্দরবান শহর

বান্দরবানে টানা বৃষ্টি হচ্ছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি। এতে করে প্লাবিত হয়েছে বান্দরবান শহরসহ আশপাশের জনপদ। বিভিন্ন হোটেল–রিসোর্টে আটকা পড়েছেন অনেক পর্যটক। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি ও চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ। অনেক জায়গায় সড়কে উপড়ে পড়েছে গাছ। দুর্গত এলাকার অনেক মানুষই ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। ছবিগুলো গতকাল সোমবার বান্দরবান শহরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সড়ক। জজকোর্ট এলাকা, বান্দরবান
সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সড়ক। জজকোর্ট এলাকা, বান্দরবান
কোমরসমান পানি পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন মানুষজন। জজকোর্ট এলাকা, বান্দরবান।
ঘরে পানি ওঠায় টেলিভিশন নিয়ে নিরাপদ জায়গার দিকে যাচ্ছেন এক ব্যক্তি। জজকোর্ট এলাকা, বান্দরবান।
সড়কে হাঁটুসমান পানি। সেই পানি মাড়িয়ে নানা কাজে যাচ্ছেন অনেকে। জজকোর্ট এলাকা, বান্দরবান।
আঞ্চলিক মহাসড়ক প্লাবিত হওয়ায় পণ্য নিয়ে আসা ট্রাকগুলো আটকা পড়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা, বান্দরবান।
একটি ভবনের নিচতলার প্রায় অর্ধেক পানিতে ডুবে গেছে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।
অনেক আবাসিক ভবনের নিচতলার প্রায় পুরোটাই এখন পানির নিচে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।
একটি টিনের ঘরের কেবল চাল দেখা যাচ্ছে, বাকিটা পানিতে তলিয়ে গেছে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।