সিলেটে টাটকা শাকসবজির হাট

সিলেটের সুরমা নদীলাগোয়া শাকসবজির হাট ‘টুকেরবাজার’। শহরতলির এই হাট টাটকা শাকসবজির জন্য সুপরিচিত। সিলেট সদরের বিভিন্ন এলাকার চাষিরা নানান শাকসবজি এখানে বিক্রির জন্য নিয়ে আসেন। শীতকাল শুরুর আগে থেকে এ হাটে শাকসবজি আনার দৃশ্য চোখে পড়ে। ভোর থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে হাট জমজমাট থাকে সকালে। স্থানীয়ভাবে চাষ করা নানা ধরনের শাকসবজি পাইকারি ও ‍খুচরায় বিক্রি করেন কৃষকেরা।

ভোর থেকে বেচাকেনা শুরু হয় টুকেরবাজার শাকসবজির হাটে।
ভোর থেকে বেচাকেনা শুরু হয় টুকেরবাজার শাকসবজির হাটে।
নৌকায় করে শাকসবজি নিয়ে আসছেন কৃষকেরা।
নৌকায় করে আনা বেগুন হাটে নিয়ে যাওয়া হচ্ছে।
বিক্রির জন্য নানান শাকসবজি নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষক।
ধনেপাতা কিনছেন ক্রেতারা।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে লাল মুলা।
পাইকারি দরের পাশাপাশি খুচরায় শাকসবজি বিক্রি করেন বিক্রেতারা।
টুকরিতে করে টমেটো নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা।
শাকসবজির হাটে চলছে লেনদেন।