বন্যায় প্লাবিত ফেনী

উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে ফেনীসহ দেশের ১২ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়েও বইছে পানি। এতে বিপাকে পড়েছে পণ্যবাহী যানবাহন ও যাত্রীরা। ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে বানভাসি মানুষ। বন্যাদুর্গত এ এলাকা থেকে বৃহস্পতিবার তোলা ছবি নিয়ে আজকের গল্প।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে ডুবে গেছে। পানির স্রোত থেকে বাঁচতে দড়ি ধরে মহাসড়ক পার হয়ে নিরাপদে যাচ্ছে মানুষ।
পানির মধ্য দিয়ে চলাচলে রয়েছে অনেক ঝুঁকি।
নৌকায় করে বন্যার্তদের উদ্ধার করা হচ্ছে।
কোমরসমান পানি ভেঙে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে একটি পরিবার।
চার বছরের সন্তানকে নিয়ে উঁচু জায়গায় বসে আছেন রোজিনা আক্তার। পরিবারের অন্যরা কোথায়, জানেন না তিনি।
লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছেন কয়েকজন।
ঘর ডুবে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানের উদ্দেশে পাড়ি।
পরিবার–পরিজন নিয়ে বাড়িঘর ছাড়ছে একদল মানুষ।
নৌকায় করে বন্যার্তদের উদ্ধার করছেন ফায়ার সাভির্সের সদস্যরা।
মহাসড়কের ওপর রাখা হয়েছে গবাদিপশু।