উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে ফেনীসহ দেশের ১২ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়েও বইছে পানি। এতে বিপাকে পড়েছে পণ্যবাহী যানবাহন ও যাত্রীরা। ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে বানভাসি মানুষ। বন্যাদুর্গত এ এলাকা থেকে বৃহস্পতিবার তোলা ছবি নিয়ে আজকের গল্প।