তিস্তার চরে বাদাম তোলার ধুম

তিস্তার চরগুলোর অন্যতম অর্থকরী ফসল বাদাম। এখন সেখানকার চরে চরে চলছে বাদাম তোলার ধুম। কৃষকেরা পার করছেন ব্যস্ত সময়। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন চর এলাকা থেকে তোলা।

মাটি থেকে তুলে আনার পর এভাবে কেটে গাছ থেকে আলাদা করতে হয় বাদামের থোকা।
মাটি থেকে তুলে আনার পর এভাবে কেটে গাছ থেকে আলাদা করতে হয় বাদামের থোকা।
সাধারণত হাত দিয়ে গাছসমেত টেনে তুলতে হয় বাদাম।
বিশেষ পদ্ধতিতে গাছ থেকে বাদাম আলাদা করছেন একদল কৃষিশ্রমিক।
 নারীরাও বাদাম তোলার কাজ করেন।
বাদাম তুলছেন সবাই।
বাদাম শুকানো শেষ। এবার ঘরে তোলার পালা।
খেত থেকে বাদাম নিয়ে আসছেন এক চাষি।
ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নেওয়া হচ্ছে বাদাম।