ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন ছিল সোমবার। এই দিন প্রথম রাউন্ডের দুটি ও চূড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব শেষে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জয়ী হয়। চট্টগ্রাম থেকে এই দুটি দল ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সারা দিনের টানটান উত্তেজনাপূর্ণ খেলাগুলো দেখতে ভিড় করেন অনেক দর্শক। তাঁরা আতশবাজি পুড়িয়ে উল্লাস করেন। ছবিগুলো চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে।