ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন ছিল সোমবার। এই দিন প্রথম রাউন্ডের দুটি ও চূড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব শেষে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জয়ী হয়। চট্টগ্রাম থেকে এই দুটি দল ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সারা দিনের টানটান উত্তেজনাপূর্ণ খেলাগুলো দেখতে ভিড় করেন অনেক দর্শক। তাঁরা আতশবাজি পুড়িয়ে উল্লাস করেন। ছবিগুলো চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে।

বল নিয়ে দৌড়াচ্ছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এক খেলোয়াড়
বল নিয়ে দৌড়াচ্ছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এক খেলোয়াড়
দুজনের কাছ থেকে বল দখলের চেষ্টা একজনের
কর্নার থেকে আসা বলে হেড করে গোল করার চেষ্টা করছেন একজন
বল পায়ে আসার পর একজনকে ঘিরে ধরছেন প্রতিপক্ষ দলের চার খেলোয়াড়
টাইব্রেকারে বল ধরার চেষ্টা করছেন গোলরক্ষক
বল আটকানোর চেষ্টায় গোলরক্ষক
বল দখলের লড়াইয়ের একটি মুহূর্ত
জয়ের পর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের খেলার একটি মুহূর্ত
গোল দেওয়ার পর বাতাসে ভেসে একজনের উল্লাস
জয়ের পর উল্লাস করছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা
জেতার পর দর্শকদের উল্লাস
মাটিতে মাথা নুইয়ে দর্শকদের প্রতি সম্মান জানান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা
উল্লাসে মেতে ওঠেন জয়ী দলের খেলোয়াড়েরা