রাজধানীতে ডেঙ্গু রোগী আবার বাড়ছে। দেশে গত বছরের তুলনায় এ বছর পাঁচ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সবাইকে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত জীবনাচার পালনের আহ্বান জানিয়েছেন। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশির ভাগই ভর্তি হন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীই যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা। ছবিগুলো মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের।