বাড়ছে ডেঙ্গু রোগী

রাজধানীতে ডেঙ্গু রোগী আবার বাড়ছে। দেশে গত বছরের তুলনায় এ বছর পাঁচ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সবাইকে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত জীবনাচার পালনের আহ্বান জানিয়েছেন। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশির ভাগই ভর্তি হন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীই যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা। ছবিগুলো মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের।

হাসপাতালটিতে আজ সোমবার দুপুর পর্যন্ত সেখানে বড়দের ওয়ার্ডে ৪৯ জন ও শিশুদের ওয়ার্ডে ১২টি শিশু ভর্তি ছিল।
৭ দিন ধরে জ্বরে ভুগছেন দক্ষিণ কমলাপুরের আয়শা বেগম। পরে পরীক্ষা–নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপরই মাকে নিয়ে হাসপাতালে চলে আসেন রাব্বি হোসেন
চার দিন ধরে হাসপাতালে বিছানায় ছেলে। অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তাই মা আনোয়ারা পরম মমতায় ছেলে ফরিদ মিয়ার গা মুছিয়ে দিচ্ছেন।
হাসপাতালের বেডে মশারি খাটিয়ে ঘুমিয়ে আছেন এক ডেঙ্গু রোগী।
ডেঙ্গু নিয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিদুল শিকদার। মেয়ে বাবাকে দেখতে এসে কিছুক্ষণ মশারির বাইরে থাকলেও এক ফাঁকে বাবার কাছে চলে যায় সামিয়া। বাইরে বসে স্ত্রী মিম।
হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের জন্য পৃথক  ওয়ার্ড রাখা হয়েছে।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি এক শিশু।
মুঠোফোন নিয়ে মশারির ভেতরে খেলছে যাত্রাবাড়ী থেকে আসা সাত বছরের শিশু আবদুল্লাহ।