সিলেটের সুরমা নদীর প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে চর জেগে উঠেছে। এসব চরে আবর্জনার স্তূপ রয়েছে। নদীর চরে ঘাস গজিয়েছে, গরু-ছাগল চরানো হচ্ছে। কোথাও কোথাও দুই কূলের মাঝখান দিয়ে খালের মতো পানি বয়ে চলে। বোঝার কোনো উপায় নেই এটি সুরমা নদীর তীর। শুষ্ক মৌসুমে বেহাল হয়ে পড়ে সিলেটের সবচেয়ে বড় নদী সুরমা। অপচনশীল বর্জ্যে নদীর পানি হয়ে উঠেছে কুচকুচে কালো। তবে নগরের বিভিন্ন এলাকায় সুরমার বেহাল চিত্র ভেসে উঠলেও শহরতলির সুরমায় দূষণ কম। সেখানে স্বচ্ছ পানির সুরমার এক ভিন্ন চিত্রের দেখা মেলে।