দেশীয় প্রজাতির পাখি শামুকখোল। জলাশয়ের পাশে বেশি বিচরণ করে পাখিটি। শামুকখোলের খাবার হচ্ছে শামুক, ঝিনুক, মাছ, কাঁকড়া, ছোট জলচর প্রাণী, ব্যাঙ ইত্যাদি। দেশের বিভিন্ন স্থানে এই পাখি দেখা যায়। গতকাল শনিবার বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি গ্রামের বোরো ধানখেতে শামুকখোল পাখির অবাধ বিচরণের কয়েকটি ছবি নিয়ে এই গল্প
দেশীয় প্রজাতির পাখি শামুকখোল। বোরো ধানখেতে খাবার খাচ্ছে একঝাঁক শামুকখোল পাখি।খাবারের এক ফাঁকে উড়ে যাচ্ছে একঝাঁক শামুকখোল পাখি। বোরোখেতে উড়ছে শামুকখোল পাখি। খাবারের জন্য উড়ে এসে বোরো ধানখেতে পড়ছে শামুকখোল পাখি। কাঁদা ঘেঁটে খাবার খাচ্ছে পাখিগুলো। একলা মনে উড়ে বেড়াচ্ছে একটি পাখি। ডানা মেলে উড়ে বেড়াচ্ছে শামুকখোল পাখি।বোরোর বাড়ন্ত সবুজ ধানখেত। সেখানে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে শামুকখোল পাখি।