পাহাড়ধসে আবারও প্রাণহানি

আবারও পাহাড়ধসের ঘটনা ঘটল চট্টগ্রামে। রাতভর টানা ভারী বৃষ্টির পর রোববার ভোরে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। পরিবারের চার সদস্যের মধ্যে মো. সোহেল ও তাঁর সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত প্রাণ হারিয়েছে। স্বামী-সন্তানকে হারিয়ে দিশাহারা শরীফা বেগম। ছবি : জুয়েল শীল

ধসে যাওয়া ঘর দেখছেন এক প্রতিবেশী
ধসে যাওয়া ঘর দেখছেন এক প্রতিবেশী
মাটি পড়ে ঘরটি দুমড়েমুচড়ে যায়
মাটি পড়ে ঘরটি দুমড়েমুচড়ে যায়
ঝুঁকিতে রয়েছে আশপাশের ঘরগুলো
ঝুঁকিতে রয়েছে আশপাশের ঘরগুলো
ধসে পড়া আরেকটি ঘর
ভোরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে
ঝুঁকিপূর্ণ আইডব্লিউ কলোনি
পাশের বাড়ির দেয়ালধসে ঘরটির ওপর পড়ে
এই ঘরের মধ্যেই চাপা পড়ে মারা যান দুজন
স্বামী ও সন্তানকে হারিয়ে দিশাহারা শরীফা বেগম
ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকিপূর্ণ বসতঘর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য মাইকিং করছেন