রবীন্দ্রনাথের জন্মদিনে

রবিঠাকুরের স্মৃতিবিজড়িত দক্ষিণ ডিহি। খুলনার ফুলতলা উপজেলার এই গ্রামে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। এই গ্রামের বেণীমাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিণী মৃণালিনী দেবীর সঙ্গে ২২ বছর বয়সে বিশ্বকবির বিয়ে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী আর কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও ছিলেন এ গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এখন রবীন্দ্র কমপ্লেক্স। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান নিয়ে আজ ছবির গল্প।

রবীন্দ্র কমপ্লেক্স ভবন।
রবীন্দ্র কমপ্লেক্স ভবন।
ভবনে বারান্দায় ছবি তুলছে অনেকে।
বারান্দা থেকে সামনের চত্বর।
গোধূলিতে রাতের আলোকসজ্জার প্রস্তুতি।
মাঠে দর্শনার্থীর সমাগম।
লোকমেলায় বুদ্‌বুদে বুঁদ হয়েছে এক তরুণী।
মেলায় পছন্দের জিনিস কেনায় ব্যস্ত ক্রেতা।
চলছে পাঁপড় ভাজা।
সন্ধ্যায় আলোকসজ্জার পথ ধরে অনুষ্ঠানে আসছেন দর্শক।
আলোকসজ্জায় রবীন্দ্র কমপ্লেক্স।
নৃত্য পরিবেশনা।
রবীন্দ্রসংগীত গাইছেন এক শিল্পী।