পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ম্রোদের বসতি রয়েছে। থানচি, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়িসহ আরও বিভিন্ন জায়গায় তাঁদের বসবাস। বিশেষ করে থানচি উপজেলায় ম্রোদের বসতি সবচেয়ে বেশি। ম্রোরা ম্রু ও মুরং নামেও পরিচিত। সম্প্রতি তোলা ছবিতে ম্রোদের জীবন।