আমন রোপণের ব্যস্ততা

খুলনার বেশির ভাগ খেতে আমন ধানের চারা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। বটিয়াঘাটা-দাকোপ উপজেলা ঘুরে দেখা গেল আমন চারা নিয়ে কৃষকদের কর্মযজ্ঞ। এসব এলাকায় বছরে এক প্রকার ধান হয়। বছরের অন্য সময় তরমুজ চাষ হয় বা জমি বিনা চাষে পড়ে থাকে। তাই আমন ধান চাষে কৃষকদের আলাদা কদর থাকে। গত শনিবার তোলা ছবি।

মাঠে আমন চারা নিয়ে ব্যস্ত কৃষকেরা।
মাঠে আমন চারা নিয়ে ব্যস্ত কৃষকেরা।
বীজতলা থেকে আমন চারা তুলে গোড়া থেকে মাটি ছাড়াতে পায়ের সঙ্গে আঘাত করছেন এক কৃষক। এতে চারা বহন ও রোপণে সুবিধা হয়।
আমনের বীজতলা থেকে চারা তুলে আঁটি বাঁধা হচ্ছে।
খেতে পানির মধ্যে সারি সারি রোপণ করা হচ্ছে আমন চারা। আর প্রত্যেক কৃষকের কাছে টেনে নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে চারা।
বীজতলা থেকে চারা তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি পাঁচ কেজি ধানের চারা এক হাজার টাকায় বিক্রি হয়।
দুপুরে কৃষিশ্রমিকদের জন্য খাবার আনতে যাচ্ছেন জমির মালিক।
বীজতলা থেকে আমন ধানের চারা মাথায় করে আনছেন এক কৃষিশ্রমিক। এ কৃষিশ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ থেকে ৭০০ টাকা।
চারা রোপণের জমি আগাছা পরিষ্কার করা হচ্ছে।
পানিতে ভাসিয়ে দড়িতে একটি চারার আঁটির সঙ্গে অন্যটি বেঁধে দূরের জমিতে নিয়ে যাওয়া হচ্ছে।
চারা রোপণ শেষে মোটরসাইকেলে বেঁচে যাওয়া আমনের চারা বাড়িতে গবাদিপশুর জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক।