খুলনার বেশির ভাগ খেতে আমন ধানের চারা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। বটিয়াঘাটা-দাকোপ উপজেলা ঘুরে দেখা গেল আমন চারা নিয়ে কৃষকদের কর্মযজ্ঞ। এসব এলাকায় বছরে এক প্রকার ধান হয়। বছরের অন্য সময় তরমুজ চাষ হয় বা জমি বিনা চাষে পড়ে থাকে। তাই আমন ধান চাষে কৃষকদের আলাদা কদর থাকে। গত শনিবার তোলা ছবি।