কবিতা, গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব উদ্যাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। যন্ত্রসংগীত, শিশু কিশোরদের পরিবেশনা, একক সংগীত, দলীয় সংগীত এবং দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।