নৃত্যসুধায় মুগ্ধতা ছড়ানো নৃত্য পরিবেশনা

মঞ্চে আবছা আলো। একে একে সেই মঞ্চে আসেন দেশের খ্যাতনামা তিন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, তামান্না রহমান ও প্রমা অবন্তী। শাস্ত্রীয় সংগীতের সুরে একই মঞ্চে কত্থক, মণিপুরি, ওডিশি—এই তিন ঘরানার ধ্রুপদি নৃত্য পরিবেশন করেন তাঁরা। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নৃত্যসুধা’ শিরোনামে আয়োজিত শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যায় এভাবেই দর্শকদের স্বাগত জানানো হয়। ঢাকার নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের সহযোগিতায় এ আয়োজন করে চট্টগ্রামের ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। সূচনা পর্বের পরপরই শুরু হয় নাচের পর্ব। প্রথমে পরিবেশিত হয় নৃত্যশিল্পী প্রমা অবন্তীর নির্দেশনায় ওডিশি নৃত্য। এতে অংশ নেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও তাঁর দল। এরপর মণিপুরি নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল। নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও তাঁর দল পরিবেশন করে কত্থক নৃত্য এবং ভরতনাট্যম পরিবেশন করে নৃত্যশিল্পী আনিসুল ইসলামের দল। এই নৃত্যানুষ্ঠানের বিভিন্ন ছবি নিয়ে এই গল্প।

ওডিশি নৃত্যের একটি দৃশ্য
ওডিশি নৃত্যের একটি দৃশ্য
এভাবে নানা রূপে নৃত্য পরিবেশন করে প্রমা অবন্তী ও তাঁর দল
রঙিন পোশাকে ফুটে ওঠে মণিপুরি নৃত্য
মণিপুরি নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল
শিল্পী প্রমা অবন্তীর নাচের একটি দৃশ্য
প্রমা অবন্তীর দলের শিল্পীদের নাচের একটি দৃশ্য
রঙিন আলোয় ওডিশি নৃত্যের একটি দৃশ্য
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও তাঁর দলের পরিবেশনা
কত্থক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ
লাল আর হলুদ পোশাকে মণিপুরি নৃত্যের বিভিন্ন দৃশ্য উপভোগ করেন দর্শকেরা
নৃত্যশিল্পী আনিসুল ইসলামের দল পরিবেশন করে ভরতনাট্যম