কোথাও বন্যার পানি কমছে, আবার কোনো কোনো জায়গার পানি সরেনি। চারদিকে পানি, এর মধ্যেই ট্রলার দেখলে মানুষ সাঁতার কেটে আসেন ত্রাণসামগ্রীর জন্য। শুক্রবার ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তোলা।
সৌরভ দাশচট্টগ্রাম
ত্রাণ সংগ্রহ করে বাড়ির দিকে যাচ্ছেন এক নারী।
বিজ্ঞাপন
পানি নামেনি ঘর থেকে। বানের পানিতে এক শিশু।
বিজ্ঞাপন
বাড়ি থেকে সাঁতরে এসে ত্রাণ সংগ্রহ করে ঘরের দিকে যাচ্ছেন তাঁরা।বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী সদর ইউনিয়নের সড়ক।বন্যার পানিতে ভিজে যাওয়া ধান শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা।অসুস্থ শিশু কোলে হাসপাতালে এসেছেন এক নারী।শয্যা খালি না থাকায় রোগীদের চিকিৎসা চলছে করিডরে।হাসপাতালের বাইরে রোগী নিয়ে স্বজনদের অপেক্ষা।ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।