জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় প্রচার চালিয়ে আসছে। এবারের আঞ্চলিক অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৫৫০ জন শিক্ষার্থীকে নিয়ে গতকাল শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪। এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি জেলায় আঞ্চলিক অলিম্পিয়াড এবং সারা দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিজয়ীরা আজ জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নেয়।

নিবন্ধন করতে নিজ নিজ জেলার বুথের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষায় শিক্ষার্থীরা।
নিবন্ধন করতে নিজ নিজ জেলার বুথের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষায় শিক্ষার্থীরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ‘জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড’-এর উদ্বোধনী ঘোষণা করা হয়।
অলিম্পিয়াডের স্বাস্থ্যবিষয়ক ‘কুইজ পর্বে’ অংশ নেয় শিক্ষার্থীরা।
শিল্পী অয়ন চাকলাদার ও তাঁর দল গান পরিবেশন করছেন।
জাদুশিল্পী যুবরাজ মজার মজার জাদু দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।
প্রশ্নোত্তরপর্বে স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করছে এক শিক্ষার্থী।
মঞ্চ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দেয়ালিকা প্রতিযোগিতায় সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা।