জলে ভাসা জীবন

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকায় বুখাইনগর নদের তীরে বসবাস করেন মান্তা জনগোষ্ঠীর মানুষেরা। নৌকাতেই বসবাস তাঁদের। রান্নাবান্না, খাওয়া, ঘুমানো সবই চলে সেখানে। বর্তমানে মান্তাদের প্রায় ৫০টি পরিবার লাহারহাট এলাকায় বসবাস করছে। নদ-নদীতে মাছ ধরাই তাঁদের একমাত্র জীবিকা। লাহারহাট এলাকার আশপাশে থাকা বিঘাই, কালাবদর নদে তাঁরা মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

নদের তীর ঘেঁষে পানিতে ভাসমান নৌকায় মান্তা জনগোষ্ঠীর মানুষের বসবাস
ছিঁড়ে যাওয়া জাল নতুন করে বোনার কাজ চলছে
নদে মান্তা জনগোষ্ঠীর বিভিন্ন পরিবারের নৌকা বেঁধে রাখা। এর মধ্যেই তাঁরা বসবাস করেন
নদের তীরেই খাঁচায় মুরগির বাচ্চার যত্ন নিচ্ছেন এক তরুণ
পানি ডিঙিয়ে নৌকার দিকে যাচ্ছেন এক নারী
নৌকার মধ্যে রান্নাবান্নার কাজে ব্যস্ত এক নারী
নৌকাতে আলকাতরা দেওয়ার কাজ চলছে
নৌকার ওপরে ছোট ছাউনির নিচেই মান্তা পরিবারগুলো বসবাস করে
নদের তীরে মাচা তৈরি করা হয়েছে। জোয়ারের পানি থেকে কাঠ রক্ষা করার জন্য এবং কাঠসহ নানা ধরনের জিনিস শুকানোর জন্য এই মাচা ব্যবহার করা হয়
এক শিশু পেঁচিয়ে যাওয়া জাল ছাড়ানোর চেষ্টা করছে
দুই শিশু নৌকায় বসে মাছ কাটতে কাটতে গল্প করছে
অবসরে নৌকার মধ্যে ঘুমাচ্ছেন একজন
নদের তীর ঘেঁষে পানিতে বিভিন্ন মান্তা পরিবারের নৌকা বেঁধে রাখা। এর মধ্যেই তাঁরা বসবাস করেন
রান্নার জন্য মাটি দিয়ে চুলা তৈরি করছেন এক নারী