‘টাইমস স্কয়ার’ কখনো ঘুমায় না

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটানে অবস্থিত একটি সড়ক চত্বর ‘টাইমস স্কয়ার’। এটি শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা, দর্শনীয় স্থান ও বিনোদনকেন্দ্র, যে স্থান কখনো ঘুমায় না। দিন–রাত ২৪ ঘণ্টাই এখানে মানুষ ঘুরতে বা কাজে আসেন। সম্প্রতি ‘টাইমস স্কয়ারে’ সন্ধ্যা থেকে রাত অবধি বিভিন্ন কর্মকাণ্ডের ছবি নিয়ে এবারের ছবির গল্প।

টাইমস স্কয়ারের সব উঁচু উঁচু ভবনে রয়েছে নিয়ন বাতির বিজ্ঞাপন।
ঘুরতে আসা মানুষের বিনোদনের জন্য থাকে নানা আয়োজন, গানের সঙ্গে নাচছেন এক যুবক।
বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন কার্টুন চরিত্রের পোশাকের সাজে মানুষ।
বড় গরিলা ও মিকি মাউস কার্টুনের সাজে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। তাঁদের সঙ্গে ছবি তুলতে দিতে হয় বকশিশ। এটা করেই জীবিকা নির্বাহ করেন তাঁরা।
নানা বিজ্ঞাপনের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাও।
রয়েছে বিভিন্ন খ্যাতিমান ব্র্যান্ডের পণ্যের বিক্রয়কেন্দ্র।
ঘরবাড়িহীন অনেকে এখানে কিছু সময় অবস্থান করেন।