পদ্মার চরে চিনাবাদাম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীতীরবর্তী বিভিন্ন চরে আবাদ হচ্ছে চিনাবাদাম। অল্প খরচ ও স্বল্প সময়ে বেশি লাভবান হওয়ায় উপজেলায় দিন দিন বাদাম চাষ বাড়ছে। এখন চাষিরা বাদাম তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি শরীয়তপুরের পদ্মা সেতুর নদী সংরক্ষণ বাঁধ ঘুরে ছবিগুলো তোলা।

চর থেকে বাদাম তুলে পদ্মা সেতুর পাশের সড়কে শুকাচ্ছেন কৃষকেরা।
চর থেকে বাদাম তুলে পদ্মা সেতুর পাশের সড়কে শুকাচ্ছেন কৃষকেরা।
বাদাম শুকিয়ে পরিষ্কারের কাজ করছেন কৃষক।
শুকানোর পর বাদাম এক জায়গায় জড়ো করা হচ্ছে।
বাদাম থেকে ময়লা ঝেড়ে পরিষ্কার করছেন কিষানি।
বড়দের সঙ্গে বাদাম পরিষ্কারের কাজে যোগ দিয়েছে শিশুরাও।
বাদাম শুকাতে দেওয়ার পর তা হাত দিয়ে নেড়েচেড়ে দিচ্ছেন এক কৃষক।
ভালোভাবে শুকানোর জন্য বাদাম উল্টেপাল্টে দেওয়া হচ্ছে।