বাস স্টপেজ নেই, কিন্তু ইচ্ছেমতো বাস থামছে। মাঝপথ থেকে তোলা হচ্ছে যাত্রী। চালকেরা কেউ আইন মানছেন না। যত্রতত্র বাস থামানোর ফলে সড়কের মাঝখানে ঝুঁকি নিয়ে নামতে হয় অনেক যাত্রীকে। কোথাও সড়ক দখল করে পার্ক করে রাখা হয় যাত্রীবাহী বাস। আবার সড়কের ওপরই চলে যানবাহন মেরামতের কাজ। আইন থাকলেও সেভাবে প্রয়োগ না থাকায় তোয়াক্কা করেন না পরিবহনচালকেরা। ছবিগুলো আজ রাজধানীর পল্লবী, মিরপুর–১০ ও ফার্মগেট এলাকা থেকে তোলা
অর্ধেক সড়ক দখল করে বাস পার্ক করে রাখা হয়েছে। এর মধ্যে মাঝপথ থেকে যাত্রী তুলছেন এক চালক। এ দৃশ্য পল্লবীর পল্লবীতে মাঝপথ থেকে ঝুঁকি নিয়ে স্কুলশিক্ষার্থীকে বাসে তোলা হচ্ছে। মিরপুর–১০ নম্বরে চলন্ত বাসে এক যাত্রীকে ওঠানো হচ্ছে।বাস থেকে মাঝপথে নামতেই গিয়ে পড়েন অন্য যানবাহনের সামনে। সেই বাসকে থামতে হাত দেখাচ্ছেন এক নারী। মিরপুর–১০ নম্বর সড়কের মাঝখানে এক নারী যাত্রীকে নামানো হচ্ছে। মিরপুর–১০ যানবাহনের মাঝখানে নামছেন এক যাত্রী। মিরপুর–১০ এলোমেলোভাবে বাস থামানোর ফলে অন্য যানবাহন চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। এ দৃশ্য ফার্মগেট এলাকারপল্লবীতে সড়কের ওপরেই বাস মেরামত ও রঙের কাজ চলছে।