চট্টগ্রাম নগরের বৃহত্তম চামড়ার আড়ত আতুড়ার ডিপো। সেখানে এখন কোরবানির পশুর কাঁচা চামড়ায় লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। তবে এখনো সড়কে পড়ে আছে চামড়া। আবার অনেকে সড়কের ওপর চামড়া রেখে লবণ দিচ্ছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। আজ মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরের হাটহাজারী সড়কের আতুড়ার ডিপো এলাকা থেকে ছবিগুলো তোলা।
স্তূপ থেকে পশুর চামড়া নিচ্ছেন লবণ দেওয়ার জন্য চামড়া তোলা হচ্ছে চামড়ায় ছিটিয়ে দেওয়া হচ্ছে লবণ চামড়ায় ভালোভাবে লবণ লাগানো হচ্ছে ভ্যানে করে লবণ নেওয়া হচ্ছে লবণ দেওয়া চামড়া সড়কের ওপর রাখা হয়েছে এখনো চামড়া নিয়ে বসে আছেন আড়তদারেরা ভ্যানে করে চামড়া নিয়ে যাওয়া হচ্ছে সড়কে যেখানে-সেখানে পড়ে আছে চামড়াকাঁধে করে লবণের বস্তা নিয়ে যাওয়া হচ্ছে সড়কে চামড়া থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তিতে চলাচলকারীরা সড়কে বসে চামড়ার অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়ার কাজ চলছে। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক ফুটপাত ও সড়কের ওপর চামড়া রাখা হয়েছে