আবার গরমের কষ্ট

আবার তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। প্রখর রোদের মধ্যে দিনমজুর, খেটে–খাওয়া মানুষেরা কাজ করতে গিয়ে কষ্ট পাচ্ছেন। কেউ ছাতা মাথায়, কেউবা গামছায় মাথা ঢাকছেন। গরম থেকে স্বস্তি পেতে মুখে পানি দিচ্ছেন কেউ কেউ। আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকার ছবি নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

স্কুল ছুটির পর প্রখর রোদে এক ছাতা মাথায় বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। ওফাজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
প্রখর রোদে ছাতা মাথায় মাঠের মধ্যে ধান শুকাচ্ছেন এক গৃহবধূ। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর
শুকানোর জন্য পা দিয়ে ধান নাড়ছেন এক ব্যক্তি। রোদ থেকে বাঁচতে গামছা দিয়ে মাথা ঢেকে নিয়েছেন তিনি। লাকুটিয়া, বরিশাল
প্রখর রোদের মধ্যে ভ্যানে করে পানি নিয়ে যাচ্ছেন চালক। ছাতা মাথায় পথ চলছেন আরেকজন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট
রোদে শুকানোর পর ইরি ধানের বীজ কুড়িয়ে বস্তায় ভরছেন শ্রমিকেরা। লাকুটিয়া বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র, বরিশাল
রোদের তাপ আর গরমে হাঁপিয়ে উঠেছেন মানুষ। আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন এক রিকশাচালক। রেলওয়ে স্টেশন, সিলেট
গরমে স্বস্তি পেতে স্কুলে ক্লাসের ফাঁকে মুখে পানি ছিটাচ্ছে কেউ, আবার কেউ বোতলে করে পানি নিয়ে যাচ্ছে ক্লাসরুমে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা