ফরিদপুরের বাগাট ঘোষের মিষ্টির কদর রয়েছে দেশ-বিদেশে। ঈদ–পূজা–পয়লা বৈশাখসহ বিভিন্ন উৎসবে এ মিষ্টির চাহিদা আরও বেড়ে যায়। এবারও পয়লা বৈশাখ সামনে রেখে মিষ্টি বানানোর ধুম লেগেছে। সেখানকার কারিগরেরা ব্যস্ত হয়ে পড়েছেন হাঁড়িভাঙা, সরভোগ, নুরানিভোগ, সাগরভোগ, দুধভোগ, সর মালাই, মালাই চপ, শাহি চমচমসহ হরেক পদের মিষ্টি বানানোর কাজে। ছবিগুলো সম্প্রতি তোলা।