ঢাকা পর্বে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আজ বুধবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ৮-১ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে দেয়। পরে দিনের দ্বিতীয় খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)  ৫-০ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটি-বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ খেলায় গণবিশ্ববিদ্যালয় ৬-১ গোলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিরুদ্ধে জয়লাভ করে। খেলা হয় ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের মাঠে।

প্রথম খেলায় রেফারিদের সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) খেলোয়াড়েরা।
বল দখলের চেষ্টা দুই খেলোয়াড়ের।
খেলার একপর্যায়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) কোচ রোকনুজ্জামান কাঞ্চন খেলোয়াড়দের দিকনির্দেশনা দিচ্ছেন।
গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল করার চেষ্টা দুই খেলোয়াড়ের।
প্রথম খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মইনুল ইসলাম খান।
দ্বিতীয় খেলা শুরুর আগে রেফারিদের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইস্টার্ন ইউনিভার্সিটি-বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।
বল নিয়ে দুই দলের খেলোয়াড়দের লড়াই।
বল দখলের জন্য তৎপর দুই দলের খেলোয়াড়েরা।
ব্যানার-পোস্টার নিয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের পাশে ছিল দর্শকদের সরব উপস্থিতি।
হেড দেওয়ার চেষ্টা এক খেলোয়াড়ের।
বল নিয়ে গোল পোস্টের দিকে কিক করছেন এক খেলোয়াড়।
গোল করার পর খেলোয়াড়েরা উল্লাস প্রকাশ করেন।
বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ছুটছেন।
ফয়সাল আহমেদ ফাহিমের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজক ও অতিথিরা।
শেষ ম্যাচে গণবিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত।
শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন মো. আরাফাত মিয়া।