বাঁশের পণ্যই যাঁদের জীবিকার উৎস

প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশ দিয়ে গৃহস্থালির নানা পণ্য তৈরি করছেন এই ব্যক্তিরা। এখনকার দিনে প্লাস্টিক পণ্যে মানুষ অভ্যস্ত হলেও তাঁরা এই পেশা ছাড়েননি। বাঁশ দিয়ে তৈরি করছেন মুরগির খাঁচা, ডালি, কুলা, ঝাড়ুসহ নানা পণ্য। সকাল থেকে পরিবারের নানা বয়সের মানুষ এই কর্মযজ্ঞে নেমে পড়েন। পরিবেশবান্ধব এসব পণ্যের দামটাও নাগালের মধ্যে। ৪০ থেকে ১০০ টাকায় এসব পণ্য পাওয়া যায়। ২৫টি পরিবার এই পেশার মধ্য দিয়েই বছরের পর বছর জীবিকা নির্বাহ করছেন। ছবিগুলো সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িবাজার থেকে তোলা।

পরিবারের নানা বয়সের মানুষ এক সঙ্গে বসে কাজ করছেন
পরিবারের নানা বয়সের মানুষ এক সঙ্গে বসে কাজ করছেন
বাঁশের পাতি তৈরি করে তা ঠিকঠাক আছে কি না, দেখে নিচ্ছেন এক ব্যক্তি
বাঁশের পাতি দিয়ে তৈরি পণ্য সাজিয়ে রাখা হয়েছে
মুরগির খাঁচা তৈরি করছেন এক নারী  
বাঁশের পাতি কেটে প্রথমে শুকাতে দেওয়া হয়
করাত দিয়ে পরিমাপ মতো বাঁশ কাটা হচ্ছে
বাঁশের চিকন পাতি তৈরিতে ব্যস্ত পরিবারের এক নারী সদস্য
পাটির নিখুঁত গাঁথুনিতে ব্যস্ত এক বৃদ্ধ নারী
বাঁশের তৈরি নানা পণ্যের মাঝখানে বসে কাজ করছেন এক নারী
তৈরি ঝাঁকি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি