পোষা কুকুর থেকে শুরু করে শাড়ি সবই হলো লুট

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে চলে গেছেন—এমন খবরে গতকাল সোমবার বেলা তিনটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। গণভবনের ভেতরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়, করা হয় লুটপাট। সেখান থেকে পোষা প্রাণী, শেখ হাসিনার শাড়ি, আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে।

গণভবনের ভেতরে থাকা শোপিস ও তৈজসপত্র হাতে এক ব্যক্তি
ছবি: সাবিনা ইয়াসমিন
গণভবনের লনে জাতীয় পতাকার প্রতিকৃতি হাতে এক তরুণ
কুশন ও আসবাব নিয়ে যাচ্ছেন একজন
রিকশায় করে গণভবনের পোষা কুকুর নিয়ে যাচ্ছেন একজন
গণভবনের তোশক কাঁধে বেরিয়ে আসছেন এক ব্যক্তি
গণভবনের চেয়ার-স্যুটকেস কাঁধে দুই ব্যক্তি
লুটপাট থেকে বাদ যায়নি গণভবনের ফুলের টব ও গাছ
গণভবনের কবুতর হাতে ধরে উচ্ছ্বাস করতে দেখা যায় একজনকে
গণভবন থেকে ওয়াশিং মেশিন তুলে নিয়ে যাওয়া হচ্ছে
গণভবন থেকে এনেছেন শাড়ি। সেটাই দেখাচ্ছেন একজন
গণভবনের হাঁস ও বাল্ব হাতে দুই তরুণ
গণভবন থেকে আস্ত মাছ তুলে এনেছেন একজন