পাগলা মসজিদের দানসিন্দুক

৪ মাস ১০ দিন পর গতকাল শনিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানসিন্দুক ও একটি বড় ট্রাংক খোলা হয়েছে। এসব সিন্দুক ও ট্রাংকে ২৭ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রায় ২৫০ জন ১৮ ঘণ্টা এ টাকা গণনা করেন। বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ টাকা ছাড়াও মসজিদটিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। গতকাল টাকা গণনার সময় ছবিগুলো তোলা।

নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ
নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ
পাগলা মসজিদের দানসিন্দুক
মসজিদের নিচতলায় রাখা দানবাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরে দোতলায় তুলছেন দায়িত্বপ্রাপ্ত লোকজন
বস্তা থেকে মসজিদের দোতলার মেঝেতে টাকা ফেলে গণনা করা হচ্ছে
মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রতিবারের মতো এবারও টাকা গণনার কাজে অংশ নেন
প্রায় আড়াই শ লোক ১৮ ঘণ্টা ধরে ২৭ বস্তা টাকা গণনা করেন
টাকা ছাড়াও দানসিন্দুকে মিলেছে স্বর্ণালংকারসহ মূল্যবান ধাতব পদার্থ ও বৈদেশিক মুদ্রা
সংবাদকর্মীর মুঠোফোনে টাকা গণনার দৃশ্য
গণনা শেষে টাকার বান্ডিল করছেন ব্যাংকের কর্মকর্তারা