‘টাইমস স্কয়ার’ ঘুমায় না

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটনের টাইমস স্কয়ার কখনো ঘুমায় না। দিন–রাত ২৪ ঘণ্টাই টাইমস স্কয়ার ব্যস্ত এলাকা। সম্প্রতি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টাইমস স্কয়ারের ব্যস্ততা নিয়ে এবারের ছবির গল্প

টাইমস স্কয়ারের উঁচু উঁচু ভবনে রয়েছে নিয়ন বাতির বিজ্ঞাপন। দিন–রাত সব সময় উজ্জ্বল আলো ছড়ায় এসব বাতি
টাইমস স্কয়ারের উঁচু উঁচু ভবনে রয়েছে নিয়ন বাতির বিজ্ঞাপন। দিন–রাত সব সময় উজ্জ্বল আলো ছড়ায় এসব বাতি
টাইমস স্কয়ারে কেবলই আনন্দ। ছড়ানো আছে বিনোদনের নানা উপকরণ
জনপ্রিয় কার্টুন চরিত্রগুলো ঘুরে বেড়ায় টাইমস স্কয়ারে  
মিকি মাউসের সঙ্গে ছবি তুললে দিতে হয় বকশিশ
যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারও চলে এখানে
রয়েছে বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বিক্রয়কেন্দ্র
গৃহহীন অনেককেও দেখা যায় এখানে