খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। তবু প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এলে শিক্ষার্থীরা মাটির বেদিতে কলাগাছ দিয়ে শ্রদ্ধাস্তম্ভ তৈরি করে। এরপর সেখানে শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের। দিনটি ঘিরে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের ব্যস্ততা থাকে দুপুর পর্যন্ত। ২১ ফেব্রুয়ারিতে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার গড়ে শ্রদ্ধা নিয়ে ছবির গল্প