সারা দেশে ছড়িয়ে পড়ছে আন্দোলন

সরকারি চাকরিতে নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজও ঢাকার বিভিন্ন এলাকাসহ জেলায় জেলায় সড়ক আবরোধ করে বিক্ষোভ করেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
ছবি: আশরাফুল আলম
ইন্টার কনটিনেন্টাল হোটেলের সামনের সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
কোটাবিরোধী আন্দোলন শাহবাগ থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা পর্যন্ত ছড়িয়ে পড়েছে
কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান আন্দোলনকারীরা
আন্দোলনকারীরা কাওয়ান বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন
সড়ক অবরোধ করে কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন পল্টন মোড়ে
রাজধানীর জিরো পয়েন্টে সড়কে বসে কোটা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
সব সড়ক বন্ধ করে জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন
শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
খুলনায় কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেন এলে থামিয়ে দেন তাঁরা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘বাংলা ব্লকেড’–এ শামিল হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী মোড় এলাকায় বেলা ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন