সরকারি চাকরিতে নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজও ঢাকার বিভিন্ন এলাকাসহ জেলায় জেলায় সড়ক আবরোধ করে বিক্ষোভ করেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।